আজ: বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ইং, ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৮ ফেব্রুয়ারী ২০২১, বৃহস্পতিবার |

kidarkar

ব্লক মার্কেটে লেনদেন ১০ কোটি টাকার

শেয়ারবাজার ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১০টি কোম্পানির ১০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর ৭ লাখ ১৮ হাজার ৫৭৮টি শেয়ার ১২ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১০ কোটি ৪৭ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৫ কোটি ৫৬ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড। দ্বিতীয় সর্বোচ্চ ২ কোটি ৮ লাখ ৫১ হাজার টাকার ব্রিটিশ আমেরিকান টোবাকোর এবং তৃতীয় সর্বোচ্চ ১ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে বিকন ফার্মাসিটিক্যালসের।

এছাড়া বারাকা পাওয়ারের ৯ লাখ টাকার, বিডি থাইয়ের ২২ লাখ ৪৬ হাজার টাকার, সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির ১২ লাখ ৩৮ হাজার টাকার, জিএসপি ফাইন্যান্সের ৯ লাখ ২৫ হাজার টাকার, জেএমআই সিরিঞ্জ এন্ড মেডিক্যাল ডিভাইসের ১৮ লাখ ৭০ হাজার টাকার, অরিয়ন ইনফিউশনের৭ লাখ ১৭ হাজার টাকার ও সী পার্ল রিসোর্টের ৫ লাখ ০৬ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।

শেয়ারবাজার নিউজ/মি

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.