আজ: শনিবার, ২০ এপ্রিল ২০২৪ইং, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৪ ফেব্রুয়ারী ২০২১, বুধবার |

kidarkar

তিন ব্রোকারেজ হাউজকে জরিমানা বিএসইসির

শেয়ারবাজার ডেস্ক : তিন ব্রোকারেজ হাউজকে ৯ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়।

আজ বুধবার ৭৬৩তম নিয়মিত কমিশন সভায় এই জরিমানা করা হয়েছে।

ব্রোকারেজ হাউজগুলো হচ্ছে- নেক্সাস সিকিউরিটিজ, এমটিবি সিকিউরিটিজ ও ফার্স্ট লীড সিকিউরিটিজ।

এরমধ্যে বিভিন্ন সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে নেক্সাস সিকিউরিটিজকে ২ লাখ টাকা ও এমটিবি সিকিউরিটিজকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আর ফার্স্ট লীড সিকিউরিটিজের বিরুদ্ধে সিরাজুল হক, নাসিমা বেগম, ড. এমএ আহাদ ও আয়েশা তাসনিম ইশিতার অভিযোগের ভিত্তিতে সিকিউরিটিজ ভঙ্গ প্রমাণিত হওয়ায়, হাউজটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.