আজ: শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ইং, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৫ মে ২০২১, মঙ্গলবার |

kidarkar

২০০ ক্রীড়াবিদকে ক্রীড়া প্রতিমন্ত্রীর মানবিক সহায়তা

স্পোর্টস ডেস্ক: করোনা দুর্যোগের বিভিন্ন সময়ে অসচ্ছল ক্রীড়াবিদদের মানবিক সহায়তা দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এবার ক্রীড়া পরিদপ্তর ও বিকেএসপি’র ২০০ ক্রীড়াবিদকে আর্থিক সহায়তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, এমপি।

বঙ্গবন্ধু শেখ মুজিব ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন বরিশাল বিভাগ ও রানার্স-আপ চট্টগ্রাম বিভাগ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুননেসা মুজিব ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন খুলনা বিভাগ ও রানার্স-আপ ঢাকা বিভাগের সবাই ৭ হাজার টাকা করে আর্থিক সহায়তা পেয়েছেন।

সমান আর্থিক সাহায্য পেয়েছেন বিকেএসপি’র শিক্ষার্থীরাও। ২০০ ক্রীড়াবিদকে ১৪ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

সোমবার, ২৪ মে জাতীয় ক্রীড়া পরিষদে ক্রীড়াবিদের হাতে চেক তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.