আজ: শুক্রবার, ১০ মে ২০২৪ইং, ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

৩১ অগাস্ট ২০২১, মঙ্গলবার |

kidarkar

ক্রিকেট থেকে অবসর নিলেন ডেল স্টেইন

স্পোর্টস ডেস্ক: সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন ডেল স্টেইন। কিংবদন্তি দক্ষিণ আফ্রিকার প্রেস বোলার মঙ্গলবার টুইট করে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন। ২০১৯ সালে টেস্ট ক্রিকেটকে অবসর জানালেও সীমিত ওভারের ক্রিকেট খেলছিলেন স্টেইন। গতবছর ফেব্রুয়ারিতে দেশের জার্সিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষবার টি-২০ খেলেছিলেন তিনি।

২০০৪ সালের ১৭ ডিসেম্বর ইংল্যান্ডের বিরুদ্ধে পোর্ট এলিজাবেথে আন্তর্জাতিক অভিষেক হয় স্টেইনের। ধীরে ধীরে নিজেকে সর্বকালের অন্যতম সেরা পেসার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি।

৯৩ টেস্টে ৪৩৯ উইকেট নেওয়া স্টেইন দক্ষিণ আফ্রিকার সর্বকালের সর্বোচ্চ টেস্ট উইকেট সংগ্রাহক। ১২৫টি ওয়ানডে ম্যাচে তাঁর রয়েছে ১৯৬টি উইকেট। ৪৭টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে স্টেইনের ঝুলিতে আসে ৬৪ উইকেট।

স্টেইন ৯৫টি আইপিএল ম্যাচও খেলেছেন। পেয়েছেন ৯৭ উইকেট। বর্ণাঢ্য কেরিয়ারে চোটের সমস্যা বারবার ভুগিয়েছে দক্ষিণ আফ্রিকার এই বোলারকে।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.