অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে যাচ্ছে ওটিসির যেসব কোম্পানি

শেয়ারবাজার রিপোর্ট: ওভার দ্য কাউন্টারের (ওটিসি) ২০টি প্রতিষ্ঠানকে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) স্থানান্তরের জন্য খসড়া তালিকা প্রস্তুত করা হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই-সিএসই) ওটিসি মার্কেটের যেসব কোম্পানিতে পাবলিক শেয়ারহোল্ডিং বেশি রয়েছে এটিবিতে পাঠানোর জন্য সে সব কোম্পানি বেছে নেয়া হয়েছে।
কোম্পানিগুলো হলো- বাংলা প্রসেস ইন্ডাস্ট্রিজ, ড্যান্ডি ডায়িং, ডায়নামিক টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ, মেটালেক্স করপোরেশন, মিতা টেক্সটাইলস, মডার্ন সিমেন্ট, মডার্ন ইন্ডাস্ট্রিজ, মোনা ফুড প্রোডাক্টস, পারফিউমস কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, প্রেট্রো সিনথেটিকস প্রোডাক্টস, ফার্মাকো ইন্টারন্যাশনাল, কাসেম সিল্ক মিলস, কাসেম টেক্সটাইলস মিলস, রাসপিট ইনস বিডি, রোজ হ্যাভেন বলপেন, সালেহ কার্পেট মিলস, শেরপুর টেক্সটাইল মিলস ও ইউনাইটেড এয়ারওয়েজ।
ATB ki?ekhane kibhabe lenden hobe?shadaron biniugkarira ki ekhane lenden korte parben?
Thanks
Most of above companies have disappeared, no office, no factory building, no land. Directors have sold out everything.
However, RSRMSTEEL has declared 10% cash dividend on 28.10.2020 for the year 2019-20, Record date : 03.12.2020 & AGM help on 29.12.2020. Till now they did not disburse the declared cash dividend. What to do by BSEC?
অল্টারনেটিভ ট্রেডিং এ কি ভাবে বাই-সেল করা যাবে? দয়া করে বিস্তারিত বলুন।