আজ: শনিবার, ২৭ জুলাই ২০২৪ইং, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২১ সেপ্টেম্বর ২০২১, মঙ্গলবার |

kidarkar

সূচকের উত্থান থাকলেও লেনদেনে খরা

শেয়ারবাজার ডেস্ক: মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। পরপর দুইদিন সূচকের উত্থান হলেও গতি ফেরেনি লেনদেনে।

আজ টাকার অঙ্কে গতকালের চেয়ে লেনদেন লেনদেন বাড়লেও তা দুই হাজার কোটি টাকা অতিক্রম করেনি। আজ ১ হাজার ৯১০ কোটি ৩ লাখ টাকার লেনদেন হয়েছে। ফলে লেনেদেনের পরিমান নিয়ে হতাশ অনেক বিনিয়োগকারী। তারা চাইছেন লেনদেনের এই খরা কাটুট।

এদিন অবশ্য বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার আর ইউনিট দর বেড়েছে

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, দিনশেষে ডিএসইএক্স ৫২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ২৫৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক বেড়েছে ১৬ পয়েন্ট। এখন যার অবস্থান ১ হাজার ৫৮৬ পয়েন্ট। ডিএসই–৩০ সূচক ২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬৮৫ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৭৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২২৪ টির, দর কমেছে ১১৭ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৫ টির।

ডিএসইতে ১ হাজার ৯১০ কোটি ৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যার পরিমাণ আগেরদিন ছিল ১ হাজার ৭৬২ কোটি ৫৬ লাখ টাকা। এ হিসেবে লেনদেন বেড়েছে ১৪৭ কোটি ৪৬ লাখ টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ২৫৪ পয়েন্টে। আর লেনদেন হওয়া ৩২৭টি প্রতিষ্ঠানের।

এসব প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৯৭টির, কমেছে ৯৬টির ও ৩৪টির দর অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৭০ কোটি ২৯ লাখ টাকার।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.