আজ: শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ইং, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৩ সেপ্টেম্বর ২০২১, বৃহস্পতিবার |

kidarkar

রোহিঙ্গাদের জন্য ১৫৮ মিলিয়ন ডলার দিবে যুক্তরাষ্ট্র

শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশে আশ্র‍য় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠী ও আশ্রয়দাতা সম্প্রদায়ের জন্য আরও ১৫৮ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

বুধবার (২২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রে রোহিঙ্গাদের নিয়ে আয়োজিত এক সেমিনারে এ ঘোষণা দেওয়া হয়
জাতিসংঘ অধিবেশন চলাকালে রোহিঙ্গাদের নিয়ে এ সেমিনারের আয়োজন করা হয়। এতে অংশ নেন জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড।তিনি বলেন, বাংলাদেশে আশ্র‍য় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠী ও আশ্রয়দাতা সম্প্রদায়ের জন্য ১৫৮ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে। এই অর্থ দিয়ে রোহিঙ্গা ও আশ্রয়দাতা লোকদের খাদ্য, চিকিৎসাসেবা, সামাজিক নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা, কোভিড-১৯ প্রতিরোধ ইত্যাদি খাতে ব্যয় করা হবে।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.