লুজারের শীর্ষে সাভার রিফ্যাক্টরিজ

শেয়ারবাজার ডেস্ক: বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে সাভার রিফ্যাক্টরিজ লিমিটেডের। আজ কোম্পানিটির শেয়ার দর ১৩ টাকা ৮০ পয়সা বা ৫.৬২ শতাংশ কমেছে। ক্লোজিং দর দাঁড়ায় ২৩১ টাকা ৭০ পয়সায়।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
দৃতীয় স্থানে থাকা মনোস্পুল পেপারের দর কমেছে ৪.৯৮ শতাংশ। তৃতীয় স্থানে থাকা রেনউইক যজ্ঞেশ্বরের দর কমেছে ৪.৯২ শতাংশ।
তালিকায় থাকা অন্য কোম্পানির মধ্যে বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্সের ৪.৫০ শতাংশ, দেশ গার্মেন্টসের ৪.৪৫ শতাংশ, ইস্টার্ন ইন্সুরেন্সের ৪ শতাংশ, এভিন্স টেক্সটাইলের ৩.৯৭ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৩.৯৪ শতাংশ, বারাকা পতেঙ্গা পাওয়ারের ৩.৮০ শতাংশ এবং এমারল্ড অয়েলের ৩.৭১ শতাংশ দর কমেছে।