আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

৩০ সেপ্টেম্বর ২০২১, বৃহস্পতিবার |

kidarkar

ফেনীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে “বিশ্ব হার্ট দিবস” উদযাপন

শেয়ারবাজার ডেস্ক: “হৃদয় দিয়ে হৃদয়ের যত্ন নিন” এ শ্লোগান নিয়ে গতকাল বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে “বিশ্ব হার্ট দিবস” সারা দেশের ন্যায় ফেনীতেও উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট ফেনীর উদ্যেগে ফ্রি হার্ট ক্যাম্প ও সাইক্লিং র‌্যালী’র আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ড. মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট কার্যকরী কাউন্সিলের সহ-সভাপতি ও মার্কেন্টাইল ব্যাংকের সাবেক চেয়ারম্যান এ. কে. এম. সাহিদ রেজা শিমুল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাহার উদ্দিন বাহারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন রফিক উস-সালেহীন।

ফ্রি হার্ট ক্যাম্প ও বর্ণাঢ্য সাইক্লিং র‌্যালীতে অংশগ্রহণ করেন কার্যকরী কাউন্সিলের সহ-সভাপতি এ.এস.এম নুর উদ্দিন (বাবুল), যুগ্ম-সাধারণ সম্পাদক খোরশেদ আলম বাবুল, জনসংযোগ সম্পাদক তোফাজ্জল হোসেন (ছুট্টু), কোষাধ্যক্ষ এম.এস. হাসান জুয়েল, যুগ্ম-কোষাধ্যক্ষ ফরিদ আহমদ ভূঁইয়া, সদস্য ডাঃ এ,এস,এম তবারক উল্যাহ চৌধুরী (বায়েজীদ), ডাঃ গোলাম সরোয়ার বাহার, আবুল কাশেম, জহির উদ্দিন মাহমুদ চৌধুরী (মুকুট), মোহাম্মদ সাহেদ উদ্দিন মিল্লাত, সৈয়দ জহির উদ্দিন আকবর (শিপন), প্রীতিময় পোদ্দার, আখতার হোসেন চৌধুরী, মোহাম্মদ নুরুল করিম পৃষ্ঠপোষক, প্রতিষ্ঠাতা, আজীবন সদস্য, সাইক্লিং গ্রুপ এবং হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন।

দিনব্যাপী ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসা দিয়েছেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট ফেনীর সিনিয়র কনসালটেন্ট কার্ডিওলজি ডা. শাহ নেওয়াজ সিরাজ (মামুন) ও ডা. মোহাম্মদ আয়ুব। শেষে অতিথিবৃন্দ হাসপাতাল পরিদর্শন করে বিভিন্ন ধরণের কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করে।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.