আদালতে বোমা হামলায় মিজানের মৃত্যুদণ্ড, জাবেদের যাবজ্জীবন

জতীয় ডেস্ক: ১৬ বছর আগে চট্টগ্রাম আদালত ভবনে বোমা হামলা মামলায় আদালত বোমা মিজান নামের এক জেএমবি সদস্যকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। মামলার অপর আসামি জেএমবি’র চট্টগ্রাম বিভাগীয় কমান্ডার জাবেদ ইকবাল ওরফে মোহাম্মদকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
চট্টগ্রাম সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক আবদুল হালিম রোববার ১১টার দিকে এই রায় ঘোষণা করেন।
ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মনোরঞ্জন দাশ এসব তথ্য নিশ্চিত করেছেন। মামলার আসামিদের মধ্যে একমাত্র জাবেদ ইকবাল কারাগারে বন্দি আছেন। মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি বোমা মিজার পলাতক রয়েছেন।