আজ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ইং, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৩ অক্টোবর ২০২১, রবিবার |

kidarkar

রোহিঙ্গা নেতা হত্যায় ২ আসামি ৩ দিনের রিমান্ডে

জাতীয় ডেস্ক: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের শীর্ষ নেতা ও আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস (এআরএসপিএইচ) এর চেয়ারম্যান মুহিবুল্লাহ হত্যার ঘটনায় গ্রেপ্তার ২ আসামিকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (৩ অক্টোবর) বেলা পৌনে ১২টায় কক্সবাজার তামান্না ফারাহ’র আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সকাল ১১টার দিকে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তার হওয়া ওই ২ জনকে আদালতে হাজির করে পুলিশ। তারা হলেন— উখিয়ার কুতুপালং ৭ নম্বর ক্যাম্পের সি ব্লকের নুর বশরের ছেলে মোহাম্মদ সেলিম (৩৩) (প্রকাশ লম্বা সেলিম) ও কুতুপালং ৩ নম্বর ক্যাম্পের রহিম উল্লাহর ছেলে শওকত উল্লাহ (২৩)।

মুহিবুল্লাহ হত্যা মামলায় এ পর্যন্ত ৪ জনকে গ্রেপ্তার হয়। ৪ জনের মধ্যে ৩ জনকে ১৪ এপিবিএন এবং ১ জনকে উখিয়া থানা পুলিশ গ্রেপ্তার করে। পুলিশের করা আবেদনে জিজ্ঞাসাবাদের জন্য তামান্না ফারাহ’র আদালত তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.