আজ: মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ইং, ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৩ অক্টোবর ২০২১, রবিবার |

kidarkar

দর বৃদ্ধির শীর্ষে ফরচুন সুজ

শেয়ারবাজার ডেস্ক : সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৩ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ফরচুন সুজের শেয়ারের দর সবচেয়ে বেশি বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের দর দাঁড়িয়েছে ৮০ টাকা ৯০ পয়সায়। আগের দিনের তুলনায় কোম্পানিটির শেয়ার দর ৬ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ১৭ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ফরচুন সুজ ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সোনালী পেপারের ৮ দশমিক ৭৪ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ৮ দশমিক ৭৪ শতাংশ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৭ দশমিক ৯৩ শতাংশ, জেনেক্সের ৭ দশমিক ৮২ শতাংশ, অ্যাডভেন্ট ফার্মার ৭ দশমিক ৪৩ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৭ শতাংশ, ইনডেক্স এগ্রোর ৬ দশমিক ৮৪ শতাংশ, সামিট এলায়েন্স পোর্টের ৬ দশমিক ৬৬ শতাংশ এবং এইচআর টেক্সটাইলের শেয়ার দর ৬ দশমিক ৩৩ শতাংশ বেড়েছে।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.