আজ: শনিবার, ২৭ জুলাই ২০২৪ইং, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০৭ অক্টোবর ২০২১, বৃহস্পতিবার |

kidarkar

বিনামূল্যে ইএফডি ও এসডিসি দেবে না এনবিআর

শেয়ারবাজার রিপোর্ট: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পূর্বে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) ও সেলস ডাটা কনট্রোলার (এসডিসি) মেশিন বিনামূল্যে বিতরণ করলেও এখন থেকে আর তা বিনামূল্যে বিতরণ করবে না। সরাসরি বা কিস্তির মাধ্যমে ব্যবসায়ীদের মেশিন দুটি কিনতে হবে। ইএফডির বিক্রয় মূল্য ধরা হয়েছে ২০ হাজার ৫৩৩ টাকা ও এসডিসির বিক্রয় মূল্য ২৪ হাজার ৫৯৬ টাকা।

এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন শেয়ারবাজারনিউজকে বিষয়টি নিশ্চত করেছে।

এনবিআর সূত্রে জানা গেছে, মেশিন দুটি এককালীন কিংবা কিস্তিতে কিনতে পারবেন ব্যবসায়ীরা। তিন কিস্তিতে ক্রয় করার সুবিধা থাকলেও বাড়তি দাম গুণতে হবে না তাদের। আর মেশিনে ত্রুটি দেখা দিলে সংশ্লিষ্ট এলাকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি দেখভাল করবেন।

ভ্যাট আদায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ২০১৯ সালের ২৫ আগস্ট ইএফডির উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। এখন পর্যন্ত ৩ হাজার ৩৯৩টি ব্যবসা প্রতিষ্ঠানে ইএফডি বসিয়েছে এনবিআর।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.