আজ: শনিবার, ১২ অক্টোবর ২০২৪ইং, ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০৮ ডিসেম্বর ২০২১, বুধবার |

kidarkar

শেয়ারবাজার নিয়ে দুই নিয়ন্ত্রক সংস্থার সাথে বসবেন প্রধানমন্ত্রী

শেয়ারবাজার রিপোর্ট : দেশের শেয়ারবাজার বিদ্যমান সঙ্কট নিয়ে দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্যাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির এবং শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত- উল- ইসলাম বৈঠকে উপস্থিত থাকবেন। বৈঠকে অর্থ মন্ত্রণালয়ে সচিব আবদুর রউফ তলিুকদার আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলিম উল্লাহর উপস্থিত থাকার কথা রয়েছে।

৩৭ উত্তর “শেয়ারবাজার নিয়ে দুই নিয়ন্ত্রক সংস্থার সাথে বসবেন প্রধানমন্ত্রী”

  • জিয়াউর says:

    দ্রুত বসে সঠিক সিদ্ধান্ত নেয়া দরকার। বাংলাদেশ ব্যাংকের অযাচিত হস্তক্ষেপ বন্ধ করা উচিত। শেয়ারবাজার ধ্বংস করার জন্য বাংলাদেশ ব্যাংক কেন উঠে পড়ে লেগেছে?

  • Anonymous says:

    একটা পাগলেও বুঝতে কষ্ট হবেনা যে, ক্রয় মুল্যের উপরই বিনিয়োগ হিসাব করা হয়ে থাকে। বাজার মুল্যে যদি বিনিয়োগ হিসাব হয়, তবে ক্যাপিটাল গেইন কোনটা?

  • মিজানুর says:

    বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মত লোকজন নিয়ে দেশ চলা মুশকিল কারণ একজন মূর্খ অশিক্ষিত লোক জানে যে ব্যাংকের ব্যাংকের ক্রয় মূল্য বিনিয়োগ হিসাব করা হয়

  • Shahidur rahman says:

    Prime minister asha kori quickly problemta solve korben.

  • চৌধুরী ফারুক says:

    যত দ্রুত বসা যায় ততই ভাল শেয়ারবাজার এর জন্য।। বাংলাদেশ ব্যাংক এর গভ’নর কে এই ইস্যুতে যথেষ্ট শিক্ষা দেয়া দরকার
    তবে।এই সংবাদ টা কতটুকু সত্য?

  • আবদুর রহমান says:

    Best meeting with prime minister

  • গোলাম জিলানী says:

    বর্তমান সময়ে এই ধরনের একটি বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীকেও বসতে হবে, এইটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। কারণ দুইটি সংস্থারই নিরধারিত নিতী নির্ধারক আছেন। সারা বিশ্বেই কেন্দ্রীয় ব্যাংক ও আছে সাথে পুঁজি বাজারও আছে। আমি একজন সাধারণ বিনিয়োগকারী হিসাবে মনে করি কেনদ্রীয় ব্যাংকের কতৃপক্ষের উচিত অন্যান্য দেশের নিয়মনীতি অনুসরণ করে যথাযথ সিদ্ধান্তের জন্য নিজে থেকে আরও আগেই মাননীয় প্রধান মন্ত্রীর দারসত হওয়া উচিত ছিল। যাই হউক, আমি একজন ক্ষুদ্র বিনিয়োগকারী হিসাবে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন জানাচ্ছি যে, তিনি যেন সকল ব্যাংকের বিনিয়োগ কে বিক্রয় মূল্যের পরিবর্তে ক্রয় মূল্য দিয়ে গননা এবং পুঁজিবাজার ষ্ঠেবিলাইজেশন ফান্ড গঠনের ত্রুটি বিচ্যুতি নিয়ে আলোচনা করবেন এবং আমাদের দেশের পুঁজিবাজারকে একটি বাস্তব বিনিয়োগ প্রতিষ্ঠান হিসেবে জাতিকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপহার দিবেন। আগাম ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী ।

  • আব্দুল আলীম says:

    ২০১০ সালে বোধকরি বাংলাদেশ ব্যাংকের একই সিদ্ধান্তে অটল থাকার কারণে আমরা নিঃস্ব হয়েছি। আশাকরি মানবতার প্রতিক জননেত্রী শেখ হাসিনার বিচক্ষনতায়
    এবার পূজিবাজার ক্লেশমুক্ত হবে।এবং আমরা পুজি ফিরে পাব।

  • মোঃ ফিরোজ হাওলাদার says:

    সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতিগ্রস্ত করছেন বাংলাদেশ ব্যাংক। ১০ বছর পূর্বে বিনিয়োগ করে আমরা সাধারণ বিনিয়োগকারীরা এখনও আসল টাকা পাইনি। অথচ ব্যাংকগুলো লাবসহ আসল টাকা বাজার থেকে নিয়ে যাচ্ছে এটা কেমন ইনভেস্ট। রাষ্ট্রের ব্যাংকিং প্রতিষ্ঠানের দীর্ঘ মেয়াদি ইনভেস্ট করা উচিত তা না করে তারা এটা কি ধরনের ইনভেস্ট করেছে? সাধারণ বিনিয়োগকারীরা বিনিয়োগ করবে আর তারা তা নিয়ে যাবে এটা কি ধরনের আচারন এটার একটা বিহীত হওয়া দরকার। তা না হলে এ মার্কেট থেকে আমাদের সাধারণ বিনিয়োগকারীদের চলে যাওয়া উচিত। এটাই হোক আজকের আমাদের ভিশন।।

  • উদ্ধব কুমার ঘোষ says:

    আমলাতান্ত্রিক জটিলতা কাকে বলে আমাদের বাংলাদেশ ব্যাংক সেটা বুঝিয়ে দিচ্ছে । শেয়ার বাজার ছেড়ে লোকে দৌড়ে পালাচ্ছে । এক সময় বিদেশি বিনিয়োগকারীরা আমলাতান্ত্রিক জটিলতার কথা বলে কেন এদেশে আসতে চায়নি এটা তার একটি উদাহরণ হতে পারে।

  • Anonymous says:

    আমরা বিদেসে গিয়ে বড় বড় কথা বোলে রোড সো কোরি আর বাংলাদেশ ব্যংক সেয়ার বাজার ধংশো করে হুম এটায় আমাদের বাংলাদেশের আচরোন

  • Jakaria says:

    Inshaallah ! allahor kase asha kori kub tada tade ,bazar balo hove!

  • মিল্টন বড়ুয়া says:

    মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দুই নিয়ন্ত্রক সংস্থা কে সাথে নিয়ে বৈঠকে বসার জন্য।

  • মো:জাকির হোসেন নাদিম says:

    শেয়ার বাজার নিয়ে তাল বাহানা না করে,আপনারা একটি সঠিক সমাধান দেন,বাংলাদেশ ব্যাংক ঔ বিএসসিএ(BSCA)কে নিয়ে সরকার একটি সঠিক পথ দেখাবেন,আমরা আশা করছি, তা নাহলে পাঠাপূতা ঘশাঘশি মাঝখানে মরিচের মরণ।

  • Syed Aminul Islam says:

    It’s a happy news.Honourable and Investment loving hearted PRIME MINISTER will be pleased enough to solve the problem for all of our small and poor investors. ALLAH HAFEZ.

  • Md Omar Ali says:

    We hope that the Hon’ble Prime Minister of Bangladesh would be sitted with the head of two Regulatory Bodies and take an appropriate decission on present unstable situation of the Banglades Stock Market.

  • Muhi says:

    সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাহেবের শব্দটা মনে পড়ে গেলো,
    রাবিশ
    আসলেই বর্তমান বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে রাবিশ বলা যেতে পারে,উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েেও কেন
    ক্রয় মূল্য না হয়ে বাজার মূল্যে হিসেব গননা করা হবে,এটা কারো বোধগম্য নয়।
    শুধু এই শিক্ষিত রাবিশের জন্যই শতশত বিনিয়োগ কারীর বিনিয়োগ আজ অনিশ্চিয়তার মাঝে।

  • Anonymous says:

    Khub vhalo uzzok niacen honorable Prime minister. Asha kori Inshallah result vhalo hobe.

  • চন্দন says:

    সরকারের দয়ায় – ৬৫ বছরের বয়সী গর্ভণর সাহেব সরকারের বিপক্ষেই যেন উঠেপড়ে লেগেছে!! ভাবতে অবাক লাগে গর্ভণর হওয়ার মতো লোক বাংলাদেশে আর একজনও নাই। হায়রে অভাগা জনগন আমরা!!

  • চন্দন says:

    আশার বাণী এই যে, মাননীয় প্রধানমন্ত্রী উদ্যেগ নিচ্ছেন।
    আমরা আশাবাদী ভালো কিছু উনি অবশ্যই করবেন!!

  • Md. Abdur Rahim Mondal says:

    এক্সপোজার বাজার মূল্যের উপর হিসেব না করে ক্রয় মূল্যের উপর হিসাব করলে দেশের অর্থনীতি ভালো হবে না খারাপ হবে তা এদেশের বিখ্যাত অর্থনীতিবিদরা সবাই ভালো করে জানি এমনকি সাধারণ মানুষ যারা একটু বোঝে তারাও জানে এই ব্যবস্থা আমাদের অর্থনীতির জন্য খুবই ভালো ব্যবস্থা

  • SUMAN banik says:

    মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী প্রতি অনুরোধ আমরা ছোট ছোট বিনিয়োগকারীরা যেন পুঁজি বাজারে টিকে থাকতে পারি।

  • Anonymous says:

    কিছুই বলার নেই সুধু দেখে যাওয়া ছাড়া!!!!!!

  • মোঃ সাহাব উদ্দিন মোল্লা says:

    মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা ছাড়া শেয়ার বাজার ভবিষ্যতে দিগ নির্দেশ দেওয়ার মতো প্রধানমন্ত্রী সবকিছু পারেন তবে আমরা সাধারণ বিনিয়োগকারীরা আশা রাখি ক্ষতিগ্রস্ত যেন আমরা না হয়।

  • মোশারফ হোসেন says:

    মাননীয় প্রধানমন্ত্রী, আপনার নিকট আবেদন দুষ্ট লোক হতে শেয়ার বাজারকে বাচান।

  • Md. Abdur Rahim Mondal says:

    আপনারা শেয়ার বাজার নিউজ এর তরফ থেকে কিভাবে বা কিসের উপর ভিত্তি করে এই খবরটি পেলেন যে প্রধানমন্ত্রী দুই প্রতিষ্ঠান প্রধানের সাথে শেয়ার বাজার নিয়ে আলাপ করতে সমস্যা সমাধান করতে বসবেন তার নির্ভরযোগ্য সূত্র কি দয়া করে আজকে খবরের মাধ্যমে জানাবেন

  • মোঃ মিজানুর রহমান says:

    আমরা ২০১০সালের লোকসান এখনও কাটাতে পারিনি শুধু আশার কথা শুনি। এবার যদি ভাগ্য সহায় হয়।

  • MD,IMRAN says:

    আমার মতে বিনিয়ক কারী দিকে ভাল কিছু করবে,, , , বাংলাদেশ,সরকার রবিবার’-১২/১২/২১সেই,আশা,রহিলো
    ৯/১২/২১

  • মোঃ আবু সাঈদ says:

    মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই । আপনার সু -নজরে শেয়ার বাজার চাংগা হবে। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী আপনি শুধু তিনটি মাস শেয়ারবাজারকে মনিটরিং করেন তাহলে এ দেশের হাজার হাজার বিনিয়োগকারী ক্ষতিগ্রস্হ হবে না। আপনি নিশ্চিত শেয়ার বাজারেেে চলচাতুরী ধরতে পারবেন।

  • emadul huq says:

    fazle kabir bidroho korchen keno?
    mone hoy na uni bangladesher manush,

  • আসলাম উদ্দিন আহমেদ says:

    বাংলাদেশ ব্যাংক কেন শেয়ার বাজার নিয়ে নাক গলায় আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ারের দাম ছেড়ে দেয় কিন্তু খরিদ করে না কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর এর মজা দেখে , শেয়ার বাজার ক্ষতি করার জন্য চামসা দেখায় ? নুতন আইন করে প্রতিষ্ঠান কতৃপক্ষ কমপক্ষে ৩০% ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ৫০%ও সাধারণ বিনিয়োগকারীদের ২০% শেয়ার ধারণের আওতায় আনা হোক, তখন শেয়ার বাজার ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন, এটা আমার একান্ত মতামত পেশ করা হয়েছে

  • saofil says:

    Alta banlerahare pacjbosor pAch taka bbata dalhana Thepatient died after the doctor come. Aya hoba fari hole

  • কায়সার says:

    লক্ষ লক্ষ ক্ষুদ্র বিনিয়োগকারিরা আর কতকাল দুই নিয়ন্ত্রক সংস্থার সিদ্ধান্থীনতার বলী হয়ে নি:স্ব হবে!!!

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.