যুক্তরাষ্ট্রে টর্নেডোর তান্ডবে নিহত ৭০, আরও বাড়ার আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যে প্রবল ঘূর্ণিঝড় টর্নেডোরতে অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার রাতে (১০ ডিসেম্বর) ও শনিবার (১১ ডিসেম্বর) ভোররাতে কেনটাকি, আরকানস, টেনেসি, মিজৌরি ও ইলিনয় অঙ্গরাজ্যে অন্তত ১৯টি টর্নেডো তাণ্ডব চালায়। এর আঘাতে অনেক বাড়ি-ঘর ও স্থাপনা লণ্ডভণ্ড হয়েছে।
কেনটাকি অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ডি বেশেয়ার এই টর্নেডোকে অঙ্গরাজ্যের ইতিহাসে সবচেয়ে ‘বাজে ও বিধ্বংসী’ বলে মন্তব্য করেন। এছাড়া নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়ে যেতে পারেন বরেও জানান তিনি।
কেনটাকিতেই সবচেয়ে বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, ক্ষয়ক্ষতিও সেখানে সবচেয়ে বেশি হয়েছে। সেখানে একটি মোমবাতির কারখানায় ১১০ জন আটকা পড়েছেন। তাদের মধ্যে কিছু মানুষ মারা যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
এরই মধ্যে কেনটাকিতে জারি করা হয়েছে জরুরি অবস্থা। এছাড়া বিভিন্ন এলাকায় বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছেন প্রায় দেড় লক্ষাধিক মানুষ। যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে বহু এলাকা।