ন্যাশনাল ব্যাংকের নতুন এমডি মেহমুদ হোসেন

নিজস্ব প্রতিবেদক: গত নভেম্বরে শাহ সৈয়দ আবদুল বারীর পদত্যাগে খালি হওয়া ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে যোগ দিয়েছেন মো. মেহমুদ হোসেন। ব্যাংকটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
৩০ নভেম্বর ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের সভার মেহমুদ হোসেনকে এমডি পদে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়। কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনের পর বৃহস্পতিবার তিনি যোগদান করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রিধারী মেহমুদ হোসেন ১৯৮৪ সালে ন্যাশনাল ব্যাংকে শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে যোগ দেন। এরপর ৩৭ বছরের কর্মজীবনে তিনি বিভিন্ন ব্যাংকে দায়িত্ব পালন করেছেন।
মেহমুদ হোসেন এনআরবি ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, ব্যাংক এশিয়ায় প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক এবং প্রাইম ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার পদে দায়িত্ব পালন করেছেন।
এ ছাড়া, তিনি লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড ও লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের স্বতন্ত্র পরিচালক এবং লংকাবাংলা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।
গত ২৫ নভেম্বর ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহ সৈয়দ আবদুল বারী পদত্যাগ করেন। পদত্যাগের চিঠিতে তিনি ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন। এরপর ব্যাংকটির উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) সৈয়দ রইস উদ্দিনকে এমডি হিসেবে (চলতি দায়িত্ব) দেওয়া হয়।