ওমিক্রনে আক্রান্ত তিন নারী ক্রিকেটার হাসপাতালে ভর্তি

স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ে থেকে দেশে ফিরে করোনা শনাক্ত হওয়া তিন নারী ক্রিকেটারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁদের ভর্তি করা হয়।
বিষয়টি মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। আক্রান্তদের মধ্যে দু’জনের দেহে ওমিক্রন ও একজনের দেহে ডেল্টা ভেরিয়্যান্ট পাওয়া গেছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালে ভর্তি করা হলেও তাঁদের অবস্থা খারাপ এমন নয়। তিনজনই ভালো আছেন। তাঁদের শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে। নিয়মিত পর্যবেক্ষণে রাখার জন্য হাসপাতালে আনা হয়েছে।
গত ১১ ডিসেম্বর জিম্বাবুয়ে থেকে বিশ্বকাপের বাছাইপর্ব খেলে দেশে ফেরা দু’জন নারী ক্রিকেটারের দেহে করোনা শনাক্ত হয়। পরে আরও একজন ওই ভাইরাসে আক্রান্ত হন। করোনার কারণে বিশ্বকাপ বাছাইপর্বও বাতিল করা হয়।