বীচ হ্যাচারির প্রথম প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারের তালিকাভুক্ত বীচ হ্যাচারি লিমিটেডের চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
আজ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
তথ্যমতে, প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০.০৫ টাকা। গত বছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ০.০৭ টাকা লোকসান হয়েছিল।
শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ৯.৫৩ টাকা। গত বছরের প্রথম প্রান্তিকে এনএভিপিএস ছিল ৯.৫৭ টাকা।
এছাড়া, শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.০৩ টাকা (নেগেটিভ)।