চবিতে ছাত্রলীগের ২ গ্রুপের মারামারিতে আহত ৩

জাতীয় ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ আব্দুর রব হলে রুম দখলকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপে মারামারির ঘটনা ঘটেছে। এতে ৩ শিক্ষার্থী আহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর)গভীর রাত ১২টার দিকে এই মারামারির ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বুধবার (১৫ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
প্রক্টর ড. রবিউল হাসান জানান, শহীদ আবদুর রব হলের এক কক্ষে ছাত্রলীগের এক গ্রুপ এবং বাংলার মুখ নামের দুটি গ্রুপের মধ্যে সিট নিয়ে কথা কাটাকাটি হয়। গভীর রাতে তারা মারামারি ও হাতাহাতিতে লিপ্ত হয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মারামারিতে একজন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীসহ ৩ জন আহত হয়েছেন।