আজ: শনিবার, ২০ এপ্রিল ২০২৪ইং, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৫ ডিসেম্বর ২০২১, বুধবার |

kidarkar

ব্যাটারিচালিত ৪০ লাখ থ্রি হুইলার বন্ধের নির্দেশ হাইকোর্টের

শেয়ারবাজার ডেস্ক: এসিড ব্যাটারিচালিত ৪০ লাখ থ্রি হুইলার বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এগুলো আমদানি ও ক্রয়-বিক্রয়ে নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে।

বুধবার (১৫ ডিসেম্বর) বিচারপতি মামনুন রহমান-এর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন।

৪ উত্তর “ব্যাটারিচালিত ৪০ লাখ থ্রি হুইলার বন্ধের নির্দেশ হাইকোর্টের”

  • Anonymous says:

    অবশ্যই বন্ধ হউক। মুহাম্মদ মনির উদদীন।

  • Md Mustafizur says:

    আমার মতামত অবশ্যই সরকারের এ দিকে নজর দেয়া উচিৎ।
    আইন শৃঙ্খলাবাহিনীকে অবহিত করা যে ব্যাটারী চালিত অবৈধ যানবাহন এর সাথে আলম সাদু, করিমন।
    থ্রি হুইলারের সকল শ্রেনীর ড্রাইভারদের আগে ট্রেনিং
    এবং শিক্ষা প্রদান যেমনঃ মহাসড়কে চলাচলের সময় যাত্রী উঠানো, নামানো, যানবাহন গুলো সঠিক নিয়ম এ নিদিৃষ্ট সাইড এ পার্কিং করানো সহ সিগনাল মানানো।
    সিগন্যাল সমন্ধে চেনানো এবং জানানো।
    এবং হাইওয়ে রাস্তায় চলা থেকে বিরত থাকা ইত্যাদি।
    সরু রাস্তা বা বাজারে অটোরিকশা পার্কিং থেকে বিরত থাকতে বলা।
    এবং প্রত্যক পৌরসভার লাইসেন্স থাকবে ১ -২ হাজারের অনুমোদন।
    পৌরসভা টাকা আদায় এবং চাঁদাবাজি করার জন্য
    বে হিসাবে গাড়ী গুলা এ্যাপ্রোভ করে থাকে।
    পুলিশের কর্মকর্তা গণ ও সকলের নজর রাখতে হবে।
    ঘুষ খেয়ে ছাড় দিলে চলবে না

  • Md Mustafizur says:

    বন্ধ হউক।
    পাশাপাশি থ্রি হুইলার গুলা ও।
    নাহলে স্পিড ৪০ এবং রাস্তার একবারে পাশ দিয়ে চলবে
    😡😡😡😡😡😡😡😡😡

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.