মির্জাপুরে গ্লাস কারখানায় আগুন

শেয়ারবাজার ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় একটি গ্লাস তৈরির কারখানায় আগুনের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সহকারী পরিচালক মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (১৫ ডিসেম্বর) দিনগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। পরে এ খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
কারখানার প্রশাসনিক কর্মকর্তা এজিএম জয়নাল আবেদিন বলেন, বুধবার (১৫ ডিসেম্বর) রাত ১২ টার দিকে হঠাৎ করেই আগুন দেখতে পাই। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত এসে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনে। বুধবার (১৫ ডিসেম্বর) রাতে কারখানায় কেউ ছিল না। তাই আগুনে কেউ আহত হয়নি। তবে কি পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না।
এ বিষয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সহকারী পরিচালক মো. রেজাউল করিম জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই ইউনিয়নের ধেরুয়ায় অবস্থিত নাসির গ্লাসওয়্যার অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের কারখানাটিতে বুধবার (১৫ ডিসেম্বর) রাত ১২টার দিকে আগুন লাগে। তবে কিভাবে আগুন লাগলো তা জানা যায়নি।
তিনি আরও জানান, এ সংবাদ পেয়ে টাঙ্গাইল, মির্জাপুর, বাসাইল ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসসহ মোট ৮টি ইউনিটের সদস্যরা ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত হতাহতের সংবাদ পাওয়া যায়নি।