দুই গ্রুপের সংঘর্ষে অর্ধশত বোমা বিস্ফোরণ, আহত ২০
শেয়ারবাজার ডেস্ক: মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। কালকিনির সমিতিরহাটে শনিবার (১৮ ডিসেম্বর) সকাল ৮টার দিকে আপাং কাজীর গ্রুপ ও কবির খান গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আসফাক রাসেল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানিয়েছেন, আধিপত্য বিস্তার নিয়ে কবির খানের লোকজন, আপাং কাজীর লোকদের ওপর হামলা চালায়। পরে দুই পক্ষই সংঘর্ষে জড়ায়। তারা অন্তত অর্ধশত হাত বোমার বিস্ফোরণ ঘটায়। আহত হয় ১৫ জন।
আহতদের মধ্যে দুজনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ওসি বলেন, আধিপত্য বিস্তারের জেরে এই এলাকায় প্রায়ই মারামারি হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।