আজও সূচকের বড় পতন শেয়ারবাজারে

শেয়ারবাজার ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবারও (২০ ডিসেম্বর) সূচকে বড় পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে দেশের উভয় শেয়ারবাজারে। তবে এদিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন বাড়েছে। উভয় শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ৪৬.৬৩ পয়েন্ট কমে ৬ হাজার ৭৩৬.৫৫ পয়েন্টে অবস্থান করছে। এর আগে ১০ অক্টোবর ডিএসইএক্স সূচক ৭ হাজার ৩৬৭.৯৯ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।
ডিএসই-৩০ সূচক ১৯.০৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫২৮.৬৬ পয়েন্টে। গত ৬ অক্টোবর ডিএস-৩০ সূচক ২ হাজার ৭৮৭.৮১ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।
ডিএসইএস সূচক ১০.৫৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৩২.৬৫ পয়েন্টে। গত ৬ অক্টোবর ডিএসইএস সূচক ১ হাজার ৬০০.০৩ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।
আজ ডিএসইতে ৩৭৪টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০০টির, কমেছে ২৪১টির এবং অপরিবর্তিত আছে ৩৩টির। দিন শেষে ডিএসইতে ৮০৫ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৯ কোটি টাকা বেশি।
অপর শেয়ারবাজার সিএসইর প্রধান সূচক সিএসইএক্স ৭৭.৫০ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ৭৮৪.৫৬ পয়েন্টে। গত ৩ অক্টোবর সিএসইএক্স সূচক ১২ হাজার ৯৪০.৫১ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।
সার্বিক সিএএসপিআই সূচক ১২৮.৯৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ৬০৯.৮৭ পয়েন্টে। এর আগে ৩ অক্টোবর সিএএসপিআই সূচক ২১ হাজার ৫৪৯.২৪ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।
সিএসআই সূচক ১০.৮৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২১৮.১৪ পয়েন্টে। গত ৩ অক্টোবর সিএসআই সূচক ১ হাজার ৩৮২.৬৭ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়ে।
আজ সিএসইতে ২৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৭টির, কমেছে ১৮৭টির এবং অপরিবর্তিত আছে ৩৫টির। দিন শেষে সিএসইতে ৯১ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৩৬ কোটি টাকা বেশি।