আজ: শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ইং, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২০ ডিসেম্বর ২০২১, সোমবার |

kidarkar

টিকার সিরিঞ্জের উৎপাদন ক্ষমতা বাড়াতে ৫ কোটি টাকা নতুন বিনিয়োগ জেএমআইর

শেয়ারবাজার ডেস্ক: করোনাসহ অন্যান্য রোগের টিকাদানে ব্যবহারের সিরিঞ্জ উৎপাদনের ক্ষমতা বাড়াচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিক্যাল ডিভাইসেস লিমিটেড। এজন্য প্রায় সোয়া পাঁচ কোটি টাকার নতুন বিনিয়োগ করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিক্যাল ডিভাইসেস লিমিটেডের কোম্পানি সচিব মোহাম্মদ তারেক হোসেন খান। তিনি জানান, সোমবার দুপুরে ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত প্রতিষ্ঠানটির ২২৬তম পর্ষদ সভায় সিরিঞ্জের উৎপাদন ক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় যন্ত্র ও অন্যান্য আনুষঙ্গিক সামগ্রী কেনার জন্য ৬ লাখ ১৪ হাজার ৯৮৪ মার্কিন ডলার বিনিয়োগের অনুমোদন দেয়া হয়েছে। নতুন এই বিনিয়োগের অর্থ প্রতিষ্ঠানটির নিয়মিত আয় থেকে মেটানো হবে বলেও সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

মোহাম্মদ তারেক হোসেন খান আরও জানান, করোনা ভাইরাসের বিস্তারের কারণে দেশ-বিদেশে টিকাদানে ব্যবহৃত বিশেষ ধরণের অটো-ডিজেবল সিরিঞ্জ (০.৫এমএল)-এর চাহিদা বেড়ে গেছে। মূলত এ চাহিদা পূরণের লক্ষ্যেই বিনিয়োগ করছে জেএমআই সিরিঞ্জ।
আগামী দুই মাসের মধ্যে নতুন উৎপাদন ক্ষমতা যুক্ত হওয়ার আশা জানিয়ে তিনি আরও বলেন, ‘এর ফলে কেবল ০.৫এমএল অটো ডিজেবল সিরিঞ্জের উৎপাদন ক্ষমতা প্রায় ৩৩ শতাংশ বেড়ে যাবে।’

পর্ষদ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেএমআই গ্রুপের চেয়ারম্যান মো. জাবেদ ইকবাল পাঠান, ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রাজ্জাক, জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিক্যাল ডিভাইসেস লিমিটেডে জাপানের নিপ্রো কর্পোরেশন মনোনীত পরিচালক কাটসুহিকো ফুজি এবং হিসাও নাকামোরি, জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিক্যাল ডিভাইসেস লিমিটেডের স্বতন্ত্র পরিচালক এটিএম সেরাজুল সালেকিন চৌধুরী, পরিচালক (অর্থ) হিরোশি সাইতো, উপ-ব্যবস্থাপনা পরিচালক (উৎপাদন) হিসাও শিগেতোমি, জেএমআই গ্রুপের প্রধান অর্থ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিক্যাল ডিভাইসেস লিমিটেডের প্রধান অর্থ কর্মকর্তা রনজিৎ চক্রবর্তী এবং কোম্পানি সচিব মোহাম্মদ তারেক হোসেন খান।

৩ উত্তর “টিকার সিরিঞ্জের উৎপাদন ক্ষমতা বাড়াতে ৫ কোটি টাকা নতুন বিনিয়োগ জেএমআইর”

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.