শিহাব হত্যা মামলায় প্রধান আসামি সাগর গ্রেপ্তার

জাতীয় ডেস্ক: বগুড়ার স্বেচ্ছাসেবক লীগ নেতা শিহাব হত্যা মামলার প্রধান আসামি শীর্ষ সন্ত্রাসী সাগরকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে র্যাব।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব এ তথ্য জানিয়েছে। র্যাব জানায়, আগের দিন সোমবার বগুড়ার চারমাথা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সাগর শাজাহানপুর উপজেলার শাবরুল হাটখোলাপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে। তার বিরুদ্ধে হত্যা মাদকসহ মোট ১১টি মামলা রয়েছে।
এর আগে গত ৩০ মে রাত ৮টায় শাবরুল বাজারে প্রকাশ্যে স্বেচ্ছাসেবক লীগ নেতা শিহাব উদ্দিন বাবুকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। শিহাব শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ছিলেন।
র্যাব জানায়, সাগর প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তিনি শিহাব হত্যকাণ্ডে লিডার হিসেবে অংশগ্রহণ করেছিলেন। হত্যার পর থেকে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করেন। কিন্তু গোপনে বগুড়ার বিভিন্ন এলাকায় ফেন্সিডিল, ইয়াবা ,হেরোইন, গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসা করে আসছিলেন। সাগরকে বগুড়ার শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।