আজ: মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ইং, ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২১ জানুয়ারী ২০২২, শুক্রবার |

kidarkar

ওমিক্রনের ১৪ টি লক্ষ্মণ একনজরে

শেয়ারবাজার ডেস্ক: অনেকের কাশি হলে থামতে চাইছে না। কারও আবার দু’দিনের জ্বরের পর আর কোনও উপসর্গই নেই। করোনার ডেল্টা রূপের সংক্রমণের থেকে ওমিক্রনের সংক্রমণ একেবারেই আলাদা ধাঁচের বলে বার বার সতর্ক করছেন চিকিৎসকরা।

করোনার এই আবহে রোগীরা বেশ ধোঁয়াশায়। কখন যে সাবধান হবেন, আসলে বুঝেই উঠতে পারছেন না। সামান্য সর্দি কি আদৌ করোনার লক্ষণ, নাকি জ্বর আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, এমন নানা প্রশ্ন ঘিরে ধরছে।

ধোঁয়াশার এই আবহে চিনে নিন ওমিক্রনের ১৪টি লক্ষণ। কোনটি কত বেশি দেখা যাচ্ছে, জেনে নিন তা-ও। ব্রিটেনের একদল গবেষক এ সংক্রান্ত সমীক্ষা চালিয়েছেন। তাঁরাই বার করেছেন, ওমিক্রন আক্রান্তরা সবচেয়ে বেশি কোন ধরনের সমস্যায় ভুগছেন। তা প্রকাশিত হয়েছে এক বিজ্ঞান পত্রিকায়। সূত্র-আনন্দবাজার।

১) নাক দিয়ে পানি পড়ার প্রবণতা দেখা যাচ্ছে ৭৩ শতাংশের

২) মাথাব্যথা থাকছে ৬৮ শতাংশ ক্ষেত্রে

৩) ক্লান্তি ছাড়ছে না প্রায় ৬৪ শতাংশ রোগীকে

৪) ৬০ শতাংশ রোগীর হাঁচি হচ্ছে

৫) গলা ব্যথাও হচ্ছে ৬০ শতাংশ ক্ষেত্রে

৬) ৪৪ শতাংশের খুব কাশি হচ্ছে

৭) তাঁদের ৩৬ শতাংশের গলা ভেঙে যাচ্ছে

৮) কাঁপুনি হচ্ছে ৩০ শতাংশ রোগীর

৯) জ্বর আসছে ২৯ শতাংশের

১০) মাথা ঝিমঝিম করার প্রবণতা ২৮ শতাংশের

১১) মস্তিষ্কে ধোঁয়াশার প্রবণতা আছে ২৪ শতাংশের

১২) ২৩ শতাংশের পেশীতে ব্যথা, টান ধরছে

১৩) গন্ধের অনুভূতি এ বার হারাচ্ছেন মাত্র ১৯ শতাংশ রোগী

১৪) বুকে ব্যথাও ১৯ শতাংশ রোগীর ক্ষেত্রে দেখা যাচ্ছে।

 

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.