শেয়ারবাজারে টি+১ চালু করতে যাচ্ছে বিএসইসি

শেয়ারবাজার ডেস্ক : শেয়ারবাজারের উন্নয়নে জেড ক্যাটাগরি ব্যতিত টি+১ সেটেলমেন্ট চালু করতে যাচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এরফলে বিনিয়োগকারীরা সিকিউরিটিজ ক্রয়ের পরের দিনই তা বিক্রি করতে পারবেন।
বর্তমানে শেয়ারবাজারে টি+২ সেটেলমেন্ট চালু রয়েছে। এরফলে সিকিউরিটিজ ক্রয়ের ৩য় দিন গিয়ে বিক্রি করা যায়। এই সময়ের ব্যবধান কমিয়ে বিনিয়োগ সহজলভ্য করার জন্য টি+১ সেটেলমেন্ট চালু করতে যাচ্ছে কমিশন।
সেই সাথে আগামী ৭ দিনের মধ্যে লেনদেন নিষ্পত্তির সময়সীমা টি+৩ থেকে কমিয়ে টি+১ এ আনতে কী কী পদক্ষেপ নিতে হবে তা ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে জানাতে নির্দেশ দিয়েছে কমিশন।
এ বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. শেখ সামসুদ্দিন আহমেদ বলেন, সবার জন্য সহায়ক একটি আন্তর্জাতিক মানের শেয়ারবাজার গড়ে তোলার লক্ষে টি+১ সেটেলমেন্ট চালু করার প্রস্তুতি নিচ্ছি। এর মাধ্যমে শেয়ারবাজারে অর্থের প্রবাহ বৃদ্ধি পাবে এবং বিদেশিসহ সকল বিনিয়োগকারীর জন্য শেয়ারবাজার সুগম হবে। এছাড়া সকলের সময় ও ব্যয় কমে আসবে।
তিনি বলেন, টি+১ সেটেলমেন্টটি কয়েকটি ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথমে ব্লু চিপ কোম্পানি দিয়ে টি+১ চালু করা হবে। এরপরে পর্যায়ক্রমে সব কোম্পানিকে টি+১ সেটেলমেনট সুবিধা পাবে।
বিদেশীরা টি+১ সেটেলমেন্টে অভ্যস্ত বলে জানান বিএসইসির এই কমিশনার। তারা আমাদের শেয়ারবাজারে ভালভাবে বিনিয়োগে আসার জন্য টি+১ সেটেলমেন্ট চায়।
বিএসইসির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক পরিচালক শরীফ আতাউর রহমান। তিনি বলেন, টি+১ সেটেলমেন্ট চালুর উদ্যোগটি খুবই ভালো। এর মাধ্যমে শেয়ারবাজারে অর্থের প্রবাহ বাড়বে। এছাড়া দেশী ও বিদেশী বিনিয়োগকারীরা বিনিয়োগে আগ্রহী হবে।
অবশ্যই ভালো উদ্যোগ,আমরা সাধারণ বিনিয়োগকারীদের বাঁচান
বিএসইসির উদ্যগ নিঃসন্দেহে বিশ্বমানের। বিএসইসির উদ্যগ প্রশংসার দাবি রাখে।
T+1 বাজারে সুফল আনবে না।যেখানে র্দীঘ মেয়াদী বিনিয়োগ দরকার সেখানে কিভাবে বাজার ঘুরে দারাবে
T+1 বাজারে সুফল আনবে না।যেখানে র্দীঘ মেয়াদী বিনিয়োগ দরকার সেখানে কিভাবে বাজার ঘুরে দারাবে..সাবধান বিনিয়োগকারী ভাই ও বোন…T+1 ব্রকারেজ হাউজে কমিশন বারবে….বিভিন্ন কম্পানী অনিয়ম লোটপাট ও দূর্নীতি করতাছে অথচ Bsec কোথায়…pLF..iLF FAS FiN…RN.Famelytex.নুরানী..আরো আনেক… বঙ্গবন্ধুর আদর্শর বাজার চাই..দিতে হবে..ঐক্য পরিষধ
এখনই ভাল আছে। long term investment is suitebl for s merket.
এই নিয়ম একান্ত প্রয়োজন। তাহলে ক্রয় বিক্রয় বেশি হবে।
Good initiative indeed,
Someone says that it will increase the brokerage of the firms,
No,
Please listen carefully, it will increase your turnovers to manifold and whenever you buy or sale it will imposed, whether it is T+1 or T+2 , so the number of sales or buy depending.
Another important befite, when the market falling T+1 sale will give you less loss than the T+2.
Even sometimes in case of buy also it will help one.
So,
Thanks for the Authority concern.
বিশ্বের শেয়ার বাজারগুলো যেখানে t+1 পদ্ধতিতে চলে সেখানে আমাদের শেয়ার বাজার ও বিশ্বমানের হবে। লং টাইম/শট টাইম যার যার ব্যাক্তিগত বিষয়। আপনার ইনভেস্ট আপনি কতদিনের জন্য করবেন সেটা একান্তই আপনার বিষয়। বাধাতো কিছুই দেখতেছিনা। T+1 পদ্ধতি সঠিক পদ্ধতি হবে বলে মনে হচ্ছে।
অবিলম্বে Short Sell চালু করা হোক। বাংলাদেশ ছাড়া বিশ্বের সকল মার্কেটে Short Sell চালু আছে।
দারুণ
পুরোদমে জুয়ার বোর্ড চালু করা এখন সময়ের দাবি। মাথায় ঘিলু কিলবিল করে আর তাইতো মার্কেট শুধু পড়ে আর পড়ে। কিন্তু শিখতে পারে না কিছুই।
👍
বিএসইসির সিদ্ধান্ত সাধারণ বিনিয়োগকারীদের পরিপন্থী হতে পারে না। শিবলী কমিশন সুশিক্ষিত,মার্জিত এবং অমায়িক। ডঃ শেখ শামসুদ্দিন সাধারণ বিনিয়োগকারীর পক্ষে একনিষ্ঠ কন্ঠস্বর। শিবলী সাধারণ বিনিয়োগকারীর অপ্রতিরোধ্য শক্তি। T+1 বাজারের জন্য মঙ্গল বয়ে আনুক। বিএসইসির সকল কমিশনারগনকে আন্তরিক শুভেচ্ছা।
T+1&short sell both are important for the market.
বিএসইসির উদ্যগ নিঃসন্দেহে বিশ্বমানের। বিএসইসির উদ্যগ প্রশংসার দাবি রাখে।
বিএসইসির উদ্যগ নিঃসন্দেহে বিশ্বমানের। বিএসইসির উদ্যগ প্রশংসার দাবি রাখে।
Ai ta aro onik age kara darker cilo. Thanks. Sir k.
T+2তে অনেক খেলেছি, এবার T+1য়ে খেলতে চাই। হারজিত থাকবে।
T+1 পদ্ধতি ব্যবহার করলে মনে হয় খারাপ হবেনা বরং বিনিয়োগ বাড়ার সম্ভাবনা বেশি।
We should introduce systems to stop rumors and gambling in the capital markets. Stringent punishment should be introduced and instantly applied for any sort of fraud by the Brokerage House and listed companies to ensure confidence of investors in the Share Market ! Otherwise, T+1 may destroy the market! A fund for compensating the Investors by the BSEC and DSE needs be urgently raised to give back the Shares and money missppropriated by any Broker House, Banks and Non banking FIs ! A system of taking Collateral fund or property equivalent to the cost price of Shares kept under every Share Brokerage for this purpose so that Victim Investors may be instantly compensated !
সব নিয়ম ভালো কিন্তু দরে ধরকার এটা ঠিক আছে
T+1 কখন শুরু হবে বলবেন প্লিজ,