দুটি চ্যানেল দেখাবে ডিপিএলের সুপার লিগ

স্পোর্টস ডেস্ক:শেষ হয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের রাউন্ড লিগ পর্ব। আগামী ১৮ এপ্রিল থেকে ৬ দল নিয়ে শুরু হবে সুপার লিগ। রাউন্ড পর্বের ম্যাচগুলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে দেখানো হয়েছে।
তবে সুপার লিগ পর্বের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে দুটি টিভি চ্যানেল। আজ (শনিবার) ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) বৈঠক শেষে গণমাধ্যমকে জানান কমিটির চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী।
সালাউদ্দিন বলেন, ‘ব্রডকাস্ট নিয়ে আমাদের এখন যে চিন্তাভাবনা সেটা হচ্ছে, সুপার লিগের খেলাগুলো আমরা ব্রডকাস্ট করার একটা প্রিন্সিপাল ডিসিশন নিয়েছি। প্রতিদিন যেহেতু তিনটি করে খেলা থাকবে, তিনটি খেলাই প্রোডাকশন হবে। মিরপুরে খেলাগুলো টিভিতে সম্প্রচার হবে আর বিকেএসপির খেলাগুলো ডিজিটাল চ্যানেল বা ইউটিউব চ্যানেলে লাইভ হবে।’
গাজী টিভি আর টি-স্পোর্টস যৌথভাবে মিরপুরের ম্যাচগুলো দেখাবে জানিয়ে সালাউদ্দিন বলেছেন, ‘প্রোডাকশন হচ্ছে একটি জয়েন্ট প্রোডাকশন। গাজী গ্রুপ টি-স্পোর্টস, এই দুটি চ্যানেল খেলাগুলো দেখাবে।’
উল্লেখ্য, সুপার লিগ নিশ্চিত হওয়া দলগুলো যথাক্রমে- শেখ জামাল ধানমন্ডি ক্লাব, আবাহনী লিমিটেড, লিজেন্ডস অব রূপগঞ্জ, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্স।