আজ: রবিবার, ০৫ মে ২০২৪ইং, ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১১ মে ২০২২, বুধবার |

kidarkar

দক্ষ শ্রমিক তৈরিতে বছরব্যাপি কর্মশালা

নিজস্ব প্রতিবেদক: দক্ষ নির্মাণ শ্রমিক তৈরির লক্ষে “টাইলস ফিটিং এবং পরিবেশবান্ধব কনক্রিট ব্লক গাঁথুনি” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা করার সিদ্ধান্ত নিয়েছে আর এ কে সিরামিক্স বিডি লিমিটেড এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ধীন হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট (এইচবিআরআই)। বছরব্যাপি এই কর্মশালা প্রকল্পে মোট কর্মশালা হবে ২৪টি। সম্প্রতি এই প্রকল্পটি উদ্ভোধন করা হয়েছে।

এ প্রকল্পে প্রতিটি কর্মশালায় ৪০ জন করে নির্মাণ কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হবে। কর্মশালা শেষে প্রত্যেক নির্মাণকর্মীকে এইচবিআরআই কর্তৃক সার্টিফিকেট প্রদান করা হবে।

উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইচবিআরআই’র মহাপরিচালক মােঃ আশরাফুল আলম, আর এ কে সিরামিক্সের সিওও এন্ড সিএফও সাধন কুমার দে, হেড অব মার্কেটিং এস এম আরাফাতুর রহমান, এবং এইচবিআরআই’র প্রিন্সিপাল রিসার্চ অফিসার নাফিজুর রহমান।

অনুষ্ঠানে এইচবিআরআই এর মহাপরিচালক জনাব মােঃ আশরাফুল আলম” দক্ষ নির্মাণ কর্মী প্রশিক্ষণের এই উদ্যোগে সাথে থাকার জন্য আরএকে সিরামিক্স-কে ধন্যবাদ জানান। সেই সাথে আরএকে সিরামিক্স-এর সিওও এন্ড সিএফও জনাব সাধন কুমার দে বলেন ” সরকারি প্রতিষ্ঠান এইচবিআরআই এর সাথে নির্মাণ কর্মীদের দক্ষ ভাবে গড়ে তােলার কর্মশালার আয়ােজন করতে পেরে আমরা গর্বিত”

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.