আজ: সোমবার, ২০ মে ২০২৪ইং, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৭ মে ২০২২, মঙ্গলবার |

kidarkar

আইসিবির ঋণ নবায়নের উদ্যোগ; সিএমএস থেকে দেওয়া হবে আরও ৫০ কোটি টাকা

শেয়ারবাজার রিপোর্ট:শেয়ার বিক্রি করতে হবে না ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশেকে (আইসিবি)। পুঁজিবাজারে বিনিয়োগের জন্য আরও নতুন ফান্ড দেওয়া হচ্ছে।

পুঁজিবাজারকে সাপোর্ট দেওয়ার জন্য প্রতিষ্ঠা করা হয়েছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি)। প্রতিষ্ঠানটি নিজস্ব ফান্ড ও বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে পুঁজিবাজারে বিনিয়োগ করে। ফলে সময়ে সময়ে শেয়ার বিক্রি করে তা পরিশোধ করতে হয়।

এবার রাশিয়া,ইউক্রেন ও শ্রীলংকার সংকটের প্রভাব সারা বিশ্বেই পড়েছে। বাংলাদেশও এর বাহিরে নয়। এর প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে। ফলে পুঁজিবাজারেও এর প্রভাব পড়েছে।

অন্যদিকে ব্যাংকে টাকা সংকটের কারণে বিভিন্ন প্রতিষ্ঠানের টাকা ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) কাছ থেকে ফেরত চাওয়া হচ্ছে। ফলে শেয়ার বিক্রি করে টাকা (ঋণ) পরিশোধ করার সিদ্ধান্ত নিয়েছিলো আইসিবি। কিন্তু এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে প্রতিষ্ঠানটি। আপাতত আর শেয়ার বিক্রি করতে হচ্ছে না আইসিবিকে । একই সাথে পুঁজিবাজারকে সাপোর্ট দেওয়ার জন্য ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ) থেকে আরও ৫০ কোটি টাকা দেওয়া হবে।

এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, ঋণের টাকা পরিশোধ করার জন্য শেয়ার বিক্রি শুরু করেছিলো আইসিবি। তবে এখন আর শেয়ার বিক্রি করতে হবে না। ঋণ নবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদিকে পুঁজিবাজাকে সাপোর্ট দেওয়ার জন্য আইসিবিকে সিএমএসএফ থেকে আরও ৫০ কোটি টাকা দেওয়া হবে।

৫ উত্তর “আইসিবির ঋণ নবায়নের উদ্যোগ; সিএমএস থেকে দেওয়া হবে আরও ৫০ কোটি টাকা”

  • Anonymous says:

    তা আইসিবি যদি শেয়ার বিক্রি না করে তবে ঋণ শোধ করবে কিভাবে।? সুতারাং তাদের বিক্রি করতেই হবে, আবাের ঝোপ বুঝে কিনে নিবে, এটাই শেয়ার বাজারে প্রাথমিক নীতি। বুদ্ধিমানরা এগিয়ে যাবে, আর আমজনতা সারা জীবন ফেলে দেয়া আমের আটি চুসবে।

  • Anonymous says:

    যারা গুজবে কম দামে শেয়ার বিক্রি করেছেন,তারা আগামীকাল থেকে বেশি দামে শেয়ার কেনার জন্য প্রস্তুত হোন।

  • এম এন আজিম says:

    শেয়ার কখন বিক্রয় করবো। আর শেয়ার কখন ক্রয় করবো সেই কৌশলটা আগে শিখতে হবে। অন্যথায় জিন্দেগীভর হাহুতাশ করতে হবে। শেয়ার বাজার সম্পূর্ণ ধৈর্য্য পরিক্রার একটি স্হান। শেয়ার বাজারে ধৈর্য্যর বিকল্প আর কিছুই নাই। বাজার যেই গতিতে পড়েছে তার চেয়েও বেশী গতিতে উঠবে। ইনশাআল্লাহ

  • এম এন আজিম says:

    বাংলাদেশের শেয়ার বাজার এই জায়গায় থাকবে না। এই বাজার অচিরেই বিশ্বমানের একটি শেয়ার বাজার হবে। শিবলী স্যারের কমিশন অনেক শক্তিশালী এবং যোগ্যতা সম্পন্ন। শিবলী কমিশনের যোগ্যতার সামান্য নমুনা দেখিয়েছেন মাত্র। এই সামান্য উপহার দেওয়ার জন্য শিবলীদের জন্ম হয় নাই। শিবলী এবং তার কমিশনগনের জন্য আকাশ ছোঁয়া ভালোবাসা।

  • Anonymous says:

    বিশ্ব শেয়ার বাজারে সুবাতাস বইছে। সেল প্রেসার বন্ধ করতে হবে।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.