আজ: সোমবার, ২০ মে ২০২৪ইং, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৮ মে ২০২২, বুধবার |

kidarkar

ইয়াকিন পলিমার অধিগ্রহণ করলো ক্যাপিটা প্যাকেজিং

শেয়ারবাজার রিপোর্ট:পুঁজিবাজারের তালিকাভুক্ত ইয়াকিন পলিমার লিমিটেডকে অধিগ্রহণ করবে ক্যাপিটা প্যাকেজিং সলিউশন লিমিটেড। সম্প্রতি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তবে এর জন্য নতুন কোম্পানিটিকে আটটি শর্ত দিয়েছে বিএসইসি।

ক্যাপিটা প্যাকেজিংয়ের নামে শেয়ার স্থানান্তরের পর নতুন পর্ষদ করা হবে। পর্ষদের প্রত্যেক সদস্যের কমপক্ষে ২ শতাংশ শেয়ার থাকতে হবে। একই সাথে পরিচালকরা সম্মিলিতভাবে মোট শেয়ারের ন্যূনতম ৩০ শতাংশ ধারণ করবেন।

নির্দেশনা জারির ৩০ দিনের মধ্যে শেয়ার হস্তান্তরের বিষয়টি বাস্তবায়ন করতে হবে। একই সাথে স্থানান্তরের দুই মাসের মধ্যে কোম্পানির উৎপাদন নিশ্চিত করতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, কোম্পানির ঋণের বোঝা কমাতে উদ্যোগ নিবে নতুন পর্ষদ। একই সাথে কোম্পানির বর্তানে ৩৩.৯৫ কোটি টাকার ব্যাংক ঋণের দায়ভারও গ্রহণ করবে নতুন পর্ষদ।

শেয়ার বিক্রেতারা হলেন, সাতক্ষীরা ফিড ইন্ডাস্ট্রিজ (৫২৪৬৩৫৬ শেয়ার), ইয়াকিন এগ্রো প্রোডাক্টস (২৮২৩০৩৯ শেয়ার), কাজী আনোয়ারুল হক (২৭২৩২০৮ শেয়ার), কাজী নজিবুল হক (২৯১১১৭২ শেয়ার), এস.এম. আকতার কবির (১৭৪৮৭৮৫ শেয়ার), জুলিয়া পারভিন (১৩৮১০৭৫ শেয়ার), মালিহা পারভিন (১৫৭৩৯০৬ শেয়ার), এস.এম. মনিরুজ্জামান (১৫,৬১,৪১৫ শেয়ার), সুব্রিনা সামাদ (১৪,৭৪,৫৯৯ শেয়ার), এস.কে. ইয়াকিন পলিমারের জামিল হোসেন (১,৪৭৫,৪৮১ শেয়ার) এবং কাজী এমদাদুল হক (২,৭৪,৮০৯ শেয়ার)।

উল্লেখ, ২০১৬ সালে কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.