আজ: শনিবার, ২০ এপ্রিল ২০২৪ইং, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৯ মে ২০২২, রবিবার |

kidarkar

পুঁজিবাজারে তারল্য বাড়াতে ২০৫ কোটি টাকা ছাড়

শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তার‌ল্য বাড়াতে ২০৫ কোটি টাকা ছাড় করেছে বাংলাদেশ ব্যাংক। গত বৃহস্পতিবার ২৬মে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম সম্পাদক মো: লুৎফুল হায়দার পাশা স্বাক্ষরে আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক বরাবর এ সংক্রান্ত চিঠি ইস্যু করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আবর্তনশীল ভিত্তিতে পুনঃবিনিয়োগ যোগ্য পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তা তহবিল হতে ঋন বিতরণের জন্য ২০৫ (দুইশত পাঁচ) কোটি টাকা পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তা তহবিল-২ নামে পরিচালিত ব্যাংক হিসাবে অর্থ ছাড় করা হয়েছে। যা পুঁজিবাজারে তারল্য বৃদ্ধির মাধ্যমে চাহিদা সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করবে। এ অর্থ ব্যবহার এবং ফেরত প্রদানে সরকারী নির্দেশনা, বিএসইসি, আইসিবি এবং বাংলাদেশ ব্যাংকের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে উল্লেখিত নির্দেশনবলী প্রযোজ্য হবে।

১ টি মতামত “পুঁজিবাজারে তারল্য বাড়াতে ২০৫ কোটি টাকা ছাড়”

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.