আজ: শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ইং, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৫ জুন ২০২২, বুধবার |

kidarkar

মার্কেন্টাইল ব্যাংক এবং কেমিস্ট ল্যাবরেটরীজের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক: মার্কেন্টাইল ব্যাংকের এবং কেমিস্ট ল্যাবরেটরীজের মধ্যে স্যালারি অ্যাকাউন্ট ও ক্যাশ ম্যানেজমেন্ট সেবা সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

মঙ্গলবার (১৪ জুন) কেমিস্ট ল্যাবরেটরীজের প্রধান কার্যালয়ে মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিএসবিও আদিল রায়হান এবং কেমিস্ট ল্যাবরেটরীজের পরিচালক (অর্থ ও হিসাব) মোঃ লুৎফর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ওই চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, কেমিস্ট ব্যবস্থাপনা পরিচালক গোলাম সারওয়ার, পরিচালক (মার্কেটিং) মশিউর রহমান, পরিচালক রাকিব রহমান এবং কনসালট্যান্ট (স্ট্র্যাটেজিক অপারেশন) মেজর (অবঃ) মোঃ আব্দুল্লাহ আল ফারাবি, হেড অব এইচআরডি সুমাইয়া সুলতানা এবং মার্কেন্টাইল ব্যাংকের এফভিপি ও কর্পোরেট অ্যাফেয়ার্স ডিভিশনের প্রধান মোঃ মুকিতুল কবির, এভিপি ও আইএলএমডি বিভাগের প্রধান তপন জেমস রোজারিওসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

১ টি মতামত “মার্কেন্টাইল ব্যাংক এবং কেমিস্ট ল্যাবরেটরীজের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর”

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.