আজ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ইং, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৮ জুন ২০২২, শনিবার |

kidarkar

চীনে পেট্রকেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুন

আন্তর্জাতিক ডেস্ক:চীনের একটি পেট্রকেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। শনিবার (১৮ জুন) দেশটির সিনোপেক সাংহাই পেট্রকেমিক্যাল কোম্পানি লিমিটেডের কারখানায় এ দুর্ঘটনা ঘটে। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রনিয়ন্ত্রিত সাংহাই ডেইলি টুইটারে এ সম্পর্কিত একটি ভিডিও পোস্ট করেছে। এতে বড় কারখানাটির একটি অংশে আগুন ছড়িয়ে পড়তে দেখা গেছে। এ সময় কালো ধোঁয়া ও আগুনের কুণ্ডলিও আকাশে উঠতে দেখা যায়।

জানা গেছে, স্থানীয় সময় ভোর রাত চারটার দিকে চীনের অন্যতম বড় এ পেট্রকেমিক্যাল কারখানাটিতে আগুন লাগে। এরপর সকাল নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কর্মকর্তারা জানিয়েছে, কাজটি অনেক কঠিন ছিল।

এ দুর্ঘটনায় অন্য এক কোম্পানির একজন ড্রাইভার মারা গেছেন। তাছাড়া আহত হয়েছেন অন্য একজন।

এদিকে রাষ্ট্রনিয়ন্ত্রিত সিনোপেক জানিয়েছে, এটি উদ্বায়ী জৈব যৌগ ও বৃষ্টির পানির প্রভাব পর্যবেক্ষণ করছে। আশপাশের পানিতে এর কোনো প্রভাব এখনো পড়েনি বলেও জানানো হয়েছে।

শেয়ারবাজার নিউজ/খা.হা.

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.