বাড়ছে ওয়াসার পানির দাম
শেয়ারবাজার ডেস্ক:উচ্চ মূল্যস্ফীতির আগুনে আরেকটু ঘি ঢালছে ঢাকা ওয়াসা। বাড়াচ্ছে আবাসিক ও বাণিজ্যিক পর্যায়ে ব্যবহৃত পানির দাম। এ দফায় ৫ শতাংশ দাম বাড়ানো হচ্ছে পানি। পানির এই নতুন দাম আগামী সেপ্টেম্বর মাসে কার্যকর হবে।
বৃহস্পতিবার বিকেলে কারওয়ানবাজারে ঢাকা ওয়াসা ভবনে অনুষ্ঠিত ওয়াসা বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সিদ্ধান্ত অনুসারে, প্রতি এক হাজার লিটার পানির দাম ৭৬ পয়সা বেড়ে হবে ১৫ টাকা ৯৪ পয়সা। বাণিজ্যিক সংযোগে দাম হবে ৪৪ টাকা ২০ পয়সা।
বর্তমানে আবাসিক গ্রাহকদের ক্ষেত্রে এক হাজার লিটার পানির দাম ১৫ টাকা ১৮ পয়সা। আর বাণিজ্যিক সংযোগের ক্ষেত্রে এক হাজার লিটার পানির দাম বর্তমানে ৪২ টাকা।
এ বিষয়ে ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী ড. গোলাম মোস্তফা বলেন, বোর্ড সভায় পানির মূল্য ২০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব উত্থাপন করা হয়েছিল। বোর্ড পাঁচ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত দিয়েছে।
ওয়াসা সূত্রে জানা যায়, ২০২০ সালের এপ্রিল ও ২০২১ সালের সেপ্টেম্বর মিলে মোট দু’দফা পানির দাম বাড়ানো হয়। এ দু’দফায় আবাসিকে প্রতি এক হাজার লিটারে পানির দাম বেড়েছিল তিন টাকা ৬১ পয়সা (৩১ শতাংশ)। বাণিজ্যিকে বেড়েছিল চার টাকা ৯৬ পয়সা (১৩ শতাংশ)।
পানির মূল্য বৃদ্ধি বিষয়ে ঢাকা ওয়াসার বোর্ড সদস্য ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব দীপ আজাদ জানান, বর্তমান মূল্যস্ফীতির কথা বিবেচনায় রেখে পানির দাম পাঁচ শতাংশ বাড়ানো হয়েছে। বোর্ডের সদস্যরা সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নিয়েছেন।