লিবরা ইনফিউশনের আর্থিক প্রতিবেদন প্রকাশ
শেয়ারবাজার রিপোর্ট:পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লিবরা ইনফিউশনের প্রথম দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তৃতীয় প্রান্তিক
হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান করেছে ৬ টাকা ১০ পয়সা। আগের বছর কোম্পানিটির লোকসান করেছিল ১১ টাকা ৩৮ পয়সা।
আর বছরের ৯ মাসে কোম্পানিটি ৫ টাকা ২৪ পয়সা লোকসান করেছে। আগের বছর কোম্পানিটির লোকসান ছিল ১৮ টাকা ০৭ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১ হাজার ২৬৪ টাকা।
দ্বিতীয় প্রান্তিক
হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে অর্থাৎ ৬ মাসে কোম্পানিটি আয় করেছিল ৯১ পয়সা। আগের বছর কোম্পানিটি লোকসান করেছিল ৮ টাকা ০৩ পয়সা।
প্রথম প্রান্তিক
হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটি আয় করেছিল ১ টাকা ৫৫ পয়সা। আগের বছর কোম্পানিটি আয় করেছিল ২ টাকা ৩১ পয়সা।
শেয়ারবাজার নিউজ/খা.হা.