গাজীপুরে ঝুট গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
শেয়ারবাজার ডেস্ক:গাজীপুরের কোনাবাড়িতে ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ি থানাধীন দেওয়ালিয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে। বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল হামিদ মিয়া।
তিনি জানান, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ি থানাধীন দেওয়ালিয়াবাড়ি এলাকায় একটি ঝুট গুদামে আগুন দেখতে পায় স্থানীয়রা নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়। মুহূর্তেই আগুন পাশের ঝুট গুদামে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।
এখনো আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলেও তিনি জানান।
শেয়ারবাজার নিউজ/খা.হা.