দর বাড়ার শীর্ষে লিবরা ইনফিউশন
শেয়ারবাজার রিপোর্ট:ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে লিবরা ইনফিউশন লিমিটেড । আজ শেয়ারটির দর বেড়েছে ১৪ টাকা ৬০ পয়সা বা ১.৬৭ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৮৫৭ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি ৯৪২ বারে ২৭ হাজার ১৫টি শেয়ার লেনদেন করে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টার্ণ কেবলস লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ১৩ টাকা ৬০ পয়সা বা ৭.১৬ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২০৩ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে ন্যাশনাল টিউবস লিমিটেড। আজ কোম্পানিটির দর ৩ টাকা ৫০ পয়সা বা ৪.২৬ শতাংশ বেড়েছে।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সানলাইফ ইন্স্যুরেন্স, ফাইন ফুডস, বার্জার পেইন্টস, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, নিটল ইন্স্যুরেন্স, এস.এস স্টিল ও সোনারবাংলা ইন্স্যুরেন্স লিমিটেড।
শেয়ারবাজার নিউজ/খা.হা.