লেনদেনের শীর্ষে তিতাস গ্যাস
পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ৪৭ কোটি ২২ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেন তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো লিমিটেডেরর শেয়ার লেনদেন হয়েছে ৩০ কোটি ৬৫ লাখ ৮৫ হাজার টাকার।
১৩ কোটি ৯৮ লাখ ৭ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে কেডিএস এক্সসোসরিজ লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- আইপিডিসি ফাইন্যান্স, জেএমআই হসপিটাল, পাওয়ার গ্রিড, ফু-ওয়াং ফুড, সান লাইফ ইন্সুরেন্স ফরচুন সুজ ও মতিন স্পিনিং লিমিটেড।