সাপ্তাহিক দর হারানোর শীর্ষে ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ
শেয়ারবাজার রিপোর্ট:সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ৯.৪৪ শতাংশ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৩৬ লাখ ৮৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭ লাখ ৩৭ হাজার টাকা।
সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ৯.৩৯ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১৭ কোটি ১০ লাখ ৮১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৪২ লাখ ১৬ হাজার টাকা।
ফরচুন সুজ ৯.২৯ শতাংশ দর কমে লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মেঘনা ইন্স্যুরেন্স, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, শাইনপুকুর সিরামিকস, প্রভাতি ইন্স্যুরেন্স, জেনেক্স ইনফোসিস, বাংলাদেশ ফিন্যান্স ও শ্যামপুর সুগার মিলস লিমিটেড।
শেয়ারবাজার নিউজ/খা.হা.