বাংলাদেশের পতাকা সরিয়ে নিল পাকিস্তান হাইকমিশন
শেয়ারবাজার ডেস্ক:বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে পাকিস্তানের পতাকা জুড়ে নিজেদের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছিল ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন। এরপরই পাকিস্তান হাইকমিশনকে ওই ছবিটি সরাতে বলে বাংলাদেশ।
এর আগে ২১ জুলাই বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে পাকিস্তানের পতাকা জুড়ে ফেসবুক পেজে একটি ছবি আপ করে ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশন। যা পরে তাদের ফেসবুকের কাভার পেজে ব্যবহার করা হয়। এ নিয়ে সমালোচনা শুরু হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।
এরপর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শনিবার (২৩ জুলাই) বিকেল ৫টার মধ্যে বাংলাদেশের পতাকাযুক্ত ছবি সরিয়ে নিতে নির্দেশনা দেওয়া। ঢাকার নির্দেশনার প্রায় ১৯ ঘণ্টার কাছাকাছি সময়ে ছবিটি সরিয়ে নেয় পাকিস্তান হাইকমিশন।
শেয়ারবাজার নিউজ/খা.হা.