আজ: শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪ইং, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২৪ জুলাই ২০২২, রবিবার |

kidarkar

প্রথম কার্যদিবসে সূচকের বড় পতন পুঁজিবাজারে

শেয়ারবাজার রিপোর্ট:সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ১১টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৭৪পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৫২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩২৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৬৮ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৮২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪২ টির, দর কমেছে ৩১৮ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২২টির।

ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪৭০ কোটি ৯৭ লাখ টাকার। যা আগের কার্যদিবস হতে ২০৫ কোটি ৯৬ টাকা কম। আগের কার্য দিবসে লেনদেন হয়েছিল ৬৭৬ কোটি ৯৩ লাখ টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৬০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৮০৭ পয়েন্টে।

এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৬৯ টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৪৪ টির কমেছে ২০৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮ টির দর। সিএসইতে ১৫ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

 

শেয়ারবাজার নিউজ/খা.হা.

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.