এক বছর পর সূচক নামল ৬ হাজারের নিচে
শেয়ারবাজার রিপোর্ট:সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। এর আগে সর্বশেষ ২০২১ সালে ২৭ জুন ডিএসইর সূচক ৬ হাজার পয়েন্টের নিচে নেমে ৫ হাজার ৯৯২ পয়েন্টে দাঁড়ায়। অর্থাৎ এক বছর এক মাসের মাথায় ডিএসইর প্রধান সূচক আবার ৬ হাজার পয়েন্টের নিচে নামল।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বেলা ১১টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৬৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৯৮৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩১৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৪৪ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৭৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩২ টির, দর কমেছে ৩২০টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২২টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১১১ কোটি ৪২ লাখ ৫৪ হাজার টাকা।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ১২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৬৭৯পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ১৫৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮ টির, দর কমেছে ১৩৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৯ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ২ কোটি ১৪ লাখ ৮৫ হাজার টাকা।