আজ: শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪ইং, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২৫ জুলাই ২০২২, সোমবার |

kidarkar

এক্সপোজার ইস্যুতে সমন্বয় সভা মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে বিনিয়োগ সীমা নির্ধারণে বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার বৈঠক ডেকেছে। বৈঠকটি অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হবে। বৈঠকে বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মঙ্গলবার বেলা ৩টায় অর্থ মন্ত্রণালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে। পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ সীমা (এক্সপোজার), কস্ট প্রাইজ ও বন্ডকে কোন পদ্ধতিতে এক্সপোজার সীমা থেকে বাইরে রাখা যায় এসব বিষয়ে সিদ্ধান্তের সম্ভাবনা রয়েছে।
পুঁজিবাজারে বিনিয়োগ সীমায় ব্যাংক ও লিজিং কোম্পানির কস্ট প্রাইসের (ক্রয় মূল্য) দীর্ঘদিনের সমস্যা। ব্যাংক ও লিজিং কোম্পানির পুঁজিবাজারে বিনিয়োগ সীমা গণনায় এরইমধ্যে অর্থ মন্ত্রণালয় থেকে বাংলাদেশ ব্যাংককে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। এবার মঙ্গলবার বৈঠকের ফলে এ সমস্যাগুলোর সমাধান হবে বলে আশা করা যাচ্ছে।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.