খুব শিগগির বিনিয়োগ সীমার সমাধান হচ্ছে: বিএসইসি চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক : বন্ডে ব্যাংকের বিনিয়োগ ও পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ সীমা সংক্রান্ত জটিলতা খুব শিগগির সমাধান হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার বিষয়টি নিশ্চিত করেছে বলে জানান তিনি।
মঙ্গলবার (২৬ জুলাই) পদ্মা সেতু ও পুঁজিবাজারের সম্ভাবনা শীর্ষক এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রাজধানীর একটি হোটেলে এ সেমিনারের আয়োজন করে দেশের শীর্ষ মার্চেন্ট ব্যাংক গ্রিন ডেল্টা ক্যাপিটাল।
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বরাত দিয়ে তিনি বলেন, এখন থেকে বন্ডের বিনিয়োগ ব্যাংকের বিনিয়োগ সীমার মধ্যে অন্তর্ভূক্ত করবে না বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে বাজার দরের পরিবর্তে কস্ট প্রাইসে (ক্রয় মূল্য) বিনিয়োগ সীমা নির্ধারণ বিষয়টিতে অর্থ মন্ত্রণালয় নীতিগতভাবে একমত হয়েছে। এখন আইন সংশোধনের দিকগুলো খতিয়ে দেখা হচ্ছে।