ইউসুফ ফ্লাউয়ার মিলসের লেনেদেনের তারিখ নির্ধারণ
শেয়ারবাজার রিপোর্ট:ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেট থেকে তালিকাচ্যুৎ ইউসুফ ফ্লাউয়ার মিলসের লেনেদেনের তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটি আগামীকাল ২৮ জুলাই, বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এসএমই প্লাটফর্মে লেনদেন শুরু করবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ডিএসইতে ইউসুফ ফ্লাউয়ার মিলের ট্রেডিং কোড “YUSUFLOUR”। ডিএসইতে কোম্পানি কোড হবে ৭৪০০৩।
এসএমই মার্কেটে লেনদেনের ক্ষেত্রে কোম্পানিটিকে কিছু শর্ত মানতে হবে।যেমন-ওটিসি মার্কেটে গত ৩ মে কোম্পানিটির সর্বশেষ শেয়ার দর ছিল ২৩ টাকা ৮০ পয়সা।এই দরে কোম্পানিটি লেনদেন শুরু করবে পুঁজিবাজারে।
লেনদেনের প্রথম দিন থেকে কোম্পানিটির শেয়ারে সার্কিট ব্রেকার এবং সার্কিট ফিল্টার থাকবে।
শেয়ারবাজার নিউজ/খা.হা.