এক লাখ ৩০ হাজার টন সার কেনার প্রস্তাব অনুমোদন
শেয়ারবাজার ডেস্ক:এক লাখ ৩০ হাজার টন এমওপি ও ইউরিয়া সার ক্রয়ের দুটি প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে ব্যয় হবে এক হাজার ১৯৮ কোটি ৬৮ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা।
বুধবার (২৭ জুলাই) দুপুরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত ক্রয় কমিটির সভায় এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।
প্রস্তাবনাগুলোর মধ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দুটি, কৃষি মন্ত্রণালয়ের একটি, খাদ্য মন্ত্রণালয়ের একটি, শিল্প মন্ত্রণালয়ের একটি এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের একটি প্রস্তাবনা ছিল। ক্রয়-কমিটির অনুমোদিত ছয়টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ দুই হাজার ৩০৮ কোটি ৫২ লাখ ৩২ হাজার ১৩৫ টাকা। মোট অর্থায়নের মধ্যে জিওবি থেকে ব্যয় হবে এক হাজার ১০৯ কোটি ৮৩ লাখ ৯৪ হাজার ৬৩৫ টাকা এবং দেশীয় ব্যাংকঋণ এক হাজার ১৯৮ কোটি ৬৮ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা।
অতিরিক্ত সচিব বলেন, কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কর্তৃক বেলগ্রেডের লিভিং স্টোন রিসোর্স ডিওও নামক প্রতিষ্ঠান থেকে এক লাখ টন এমওপি সার এক হাজার ৩৯ কোটি ৫০ লাখ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়া শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) কর্তৃক ২০২২-২০২৩ অর্থবছরে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে প্রথম লটে ৩০ হাজার মেট্রিক টন গ্র্যানুলার ইউরিয়া সার ১৫৯ কোটি ১৮ লাখ ৩৭ হাজার ৫০০ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।
আজকের সভায় খাদ্য মন্ত্রণালয়ের আওতায় ৫০ হাজার টন গম ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর কর্তৃক ২০২২-২০২৩ অর্থবছরের জন্য সিঙ্গাপুরের মেসার্স ইন্ট্রা বিজনেস প্রাইভেট লিমিটেড থেকে ৫০ হাজার টন গম ২২৩ কোটি ৭৭ লাখ ৯৫ হাজার ৫০ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।
শেয়ারবাজার নিউজ/খা.হা.