আজ: সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪ইং, ১লা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২৭ জুলাই ২০২২, বুধবার |

kidarkar

ভোক্তা অধিদপ্তরের অভিযানে সারাদেশে ১৬ লাখ জরিমানা

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকাসহ সারাদেশে বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় ভোক্তা স্বার্থ বিরোধী নিানা অপরাধে ৯৯টি প্রতিষ্ঠানকে ১৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৭ জুলাই) দিনব্যাপী অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয় বলে জানিয়েছে অধিদপ্তর।

অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন ভোক্তা অধিদপ্তরের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়ের ৪৩ জন কর্মকর্তার নেতৃত্বে ঢাকা মহানগরসহ দেশের ৪০টি জেলায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ঢাকা মহানগরের কদমতলী থানার মিরাজ নগর বাজারসহ দেশব্যাপী মোট ৪৮টি বাজার ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকিমূলক এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ভোক্তা-স্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে ৯৩টি প্রতিষ্ঠানকে ১৫ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোক্তা ও ব্যবসায়ীবৃন্দের মধ্যে লিফলেট, প্যাম্ফলেট বিতরণসহ হ্যান্ডমাইকে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ দেয়া হয়।

অন্যদিকে লিখিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ৬টি প্রতিষ্ঠানকে ৫২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযোগকারী ৬জনকে জরিমানার ২৫ শতাংশ হিসেবে ১৩ হাজার টাকা প্রদান করা হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, মৎস্য বিভাগ, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সহ সংশ্লিষ্ট শিল্প বণিক সমিতির প্রতিনিধিবৃন্দ অধিদপ্তর পরিচালিত এসকল বাজার অভিযানে সহযোগিতা প্রদান করেন।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.