চাঙ্গা ভারতের পুঁজিবাজার
মন্দার বৃত্ত ভেঙ্গে বের হয়ে এসেছে ভারতে পুঁজিবাজার। আজ নিয়ে টানা তিনদিন বেড়েছে এই বাজারের সব মূল্যসূচক। বেড়েছে বাজারমূলধন।
গত তিন দিনে ভারতের প্রধান পুঁজিবাজার বোম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) বেঞ্চমার্ক সূচক সেনসেক্স ২৩০১ দশমিক ৭৬ পয়েন্ট বা ৪ দশমিক ১৬ পয়েন্ট বেড়েছে। এই সময়ে বিনিয়োগকারীদের সম্মিলিত সম্পদ তথা বিএসই’র বাজারমূলধন বেড়েছে ৯ লাখ ৩ হাজার ৫৭৪ কোটি রুপি। শনিবার দিন শেষে বোম্বে স্টক এক্সচেঞ্জের বাজার মূরধন দাঁড়িয়েছে ২ কোটি ৬৬ লাখ ৫৮ হাজার কোটি রুপি।