ডিএসইতে সপ্তাহিক লেনদেন
র্শীষ ১০ কোম্পানির অবদান ২৩.৯৪ শতাংশ
শাহ আলম নূর
এক সপ্তাহে ব্যবধানে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইর বাজার মূলধন কমেছে ১১ হাজার ৬ কোটি টাকা। গত এক সপ্তাহে ডিএসই লেনদেনের ২৩.৯৪ শতাংশ অবদান রয়েছে শীর্ষ ১০ কোম্পানির। এদের মধ্যে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি’র (বেক্সিমকো) লেনদেন সবার শীর্ষে অবস্থান করছে।
বেক্সিমকো গ্রুপের কোম্পানি, বিশেষ করে বেক্সিমকো এবং শাইনপুকুর সিরামিক, গত কয়েক সপ্তাহ ধরে বাজারের লেনদেনের ক্ষেত্রে শীর্ষ দশটি কোম্পানি মধ্যে অবস্থান করছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, বেক্সিমকোর প্রায় প্রায় ১৯৪ কোটি টাকার ১.৬৭ কোটি শেয়ার লেনদেন হয়েছে। যা সপ্তাহের মোট লেনদেনেরে ৬.১২ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা মতিন স্পিনিং মিলস লিমিটেডের ৯৫.১৫ কোটি টাকার শেয়ার হাত বদল হয়েচে। কোম্পানির লেনদেনে আগের সপ্তাহের তুলনায় ১০.৮৫ শতাংশ বেড়েছে।
কেডিএস এক্সেসরিজ লিমিটেড সপ্তাহের মোট লেনদেনে ২.৯৮ শতাংশ অবদান রেখেছে। এর বাজার মূল্য ছিল ৯৪.৫৭ কোটি টাকা। এপ্রতিষ্ঠানের লেনদেনে আগের সপ্তাহের তুলনায় ৩.৪৯ শতাংশ বেড়েছে। ফরচুন সুজ লিমিটেড’র সপ্তাহের মোট লেনদেনে ২.০৬ শতাংশ নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। এর মোট লেনদেনে ছিল ৬৫.৪০ কোটি টাকা।
আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড লেনদেনে তালিকায় ৫ম স্থানে রয়েছে। এ কোম্পানির ৬০.৫৪ কোটি টাকার শেয়ার হাত বদল হয়েছে। কোম্পানির লেনদেনে আগের সপ্তাহের তুলনায় ৫.০৪ শতাংশ বেড়েছে দবে সপ্তাহের মোট লেনদেনে ১.৯১ শতাংশ কমেছে।
সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড সপ্তাহের মোট লেনদেনের ১.৮৫ শতাংশ। এ কোম্পানির মোট লেনদেনে হয়েছে ৫৮.৬৮ কোটি টাকার। তবে লেনদেন আগের সপ্তাহের তুলনায় ৬.৪১ শতাংশ কমেছে।
ওরিয়ন ইনফিউশনের ৫৩.১০ কোটি টাকার শেয়ার হাত বদল হয়েচে। যা সপ্তাহের মোট লেনদেনে ১.৬৮ শতাংশ।
কাট্টলী টেক্সটাইল লিমিটেডের ৫২.২৬ কোটি টাকার শেয়ার হাত বদল হয়েছে। বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৪.৫০ টাকায় লেনদেনে হয়েছে। সপ্তাহের মোট লেনদেনের ১.৬৫ শতাংশ অবদান রয়েছে এ কোম্পানির।
স্কয়ার টেক্সটাইল লিমিটেড লেনদেনের ক্ষেত্রে নবম স্থানে রয়েছে। এ কোম্পানির ৪৩.৫৭ কোটি টাকার শেয়ার হাত বদল হয়েছে। বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার ১.৮৪ শতাংশ কমে ৬৯.২০ টাকায় লেনদেন শেষ করেছে। সপ্তাহিক মোট লেনদেনে স্কয়ার টেক্সটাইল লিমিটেড দখলে ছিল ১.৩৭ শতাংশ।
শাইনপুকুর সিরামিকস লেনদেনে তালিকায় ১০ নম্বরে অবস্থান করেছে। কোম্পানিটির ৪১.১৬ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে। বৃহস্পতিবার কোম্পানির শেয়ারের দাম ০.৮০ শতাংশ হারিয়ে ৪১.৯০ টাকায় শেষ হয়েছে। সপ্তাহের মোট লেনদেনের মধ্যে শাইনপুকুর সিরামিকস’র অবদান ছিল ১.৩০ শতাংশ।